দুমকিতে ৮ স্থানে অস্থায়ী পশুর হাট

দুমকিতে ৮ স্থানে অস্থায়ী পশুর হাট

মো. এবাদুল হক,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার পটুয়াখালীর দুমকিতে ০৮-টি অস্থায়ী পশুর হাট বসছে। হাটগুলো হল পাংগাশিয়া ইউনিয়নে ৩টি পাংগাশিয়া নলদোয়ানী সুইজগেট সংলগ্ন মাঠ,পাংগাশিয়া মাদ্রাসা ব্রীজ সংলগ্ন হাট ও ধোপার হাট সংলগ্ন বালুর মাঠ,আংগারিয়া ইউনিয়নে ২টি,দুমকি সাতানী কালভার্ড বাজার ও পাতাবুনিয়া বাজার,শ্রীরামপুর ইউনিয়নে ২টি তালুকদার হাট ও হারুন অর-রশীদ হাওলাদের বালুর মাঠ,লেবুখালী ইউনিয়নে ১-টি কার্তিক পাশা মুন্সীর হাট। এছাড়া লেবুখালী পাগলা মাজার সংলগ্ন বালুর মাঠ ও মুরাদিয়া বোর্ড অফিস স্থায়ী বাজার নিয়ে মোট ১০-টি পশুর হাট বসছে।

১৩ জুলাই থেকে এসব হাটে পশু কেনাবেচা শুরু হয়েছে। এদিকে গত সোমবার ১২ জুলাই দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান ১৩ থেকে ২১ জুলাই (ঈদের দিন) পর্যন্ত উপজেলার ০৮-টি অস্থায়ী হাটে পশু বিক্রি করা যাবে। করোনা মহামারির কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অস্থায়ী হাটের ইজারাদারদের শর্ত দেওয়া হয়েছে। এসব শর্ত ভঙ্গ করলে ইজারাদারদের ইজারা বাতিল করা হবে।

এ ছাড়া হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক গেট করতে হবে। নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে প্রবেশ-বের হতে হবে। বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিরা যাতে হাটে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি ইজারাদারদের নিশ্চিত করতে হবে।